কুড়িগ্রামে সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ


কুড়িগ্রামে সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামার‌ী উপ‌জেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় লাগা‌নো সিসি ক্যামেরাটি খুলে নিয়ে‌ছে বিএসএফ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি তারা খুলে নেয় বলে বুধবার নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফ‌টেন‌্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে রোববার রাতে উপজেলার বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর পিলারের শূন্যরেখায় ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা।

লেফ‌টেন‌্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, “মঙ্গলবা‌রের অনু‌ষ্ঠিত পতাকা বৈঠ‌কে বিএসএফ তা‌দের লাগানো সি‌সি‌ ক‌্যা‌মেরা অপসার‌ণের বিষ‌য়ে আশ্বস্ত ক‌রে‌ছিল। প‌রে রাতেই ক‌্যা‌মেরা‌টি খু‌লে ফে‌লা হয়।”

পতাকা বৈঠকে বিএসএফের ১৬২ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষে ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফ‌টেন‌্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×