‘সেভ দ্য চিলড্রেন’-এর সাবেক প্রকল্প পরিচালককে গলা কেটে খুন


‘সেভ দ্য চিলড্রেন’-এর সাবেক প্রকল্প পরিচালককে গলা কেটে খুন

নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর সাবেক প্রকল্প পরিচালক উৎপল রায়কে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি দুই ছেলে সন্তানের জনক। তাদের মধ্যে একজন প্রবাসে ও আরেক ছেলে উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক।

উজ্জ্বল কুমার রায় বলেন, ‘বন্দর এলাকার একজন কাজের মহিলা তাদের বাসায় কাজ করেন। অফিস শেষে রাত ৯টায় বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা লক করা। পরে পাশের ফ্ল্যাটের লোকজন নিয়ে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন, বাবার গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে।’ 

দুর্বৃত্তরা আলমারি থেকে তার মায়ের রেখে যাওয়া ১৪-১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে বলেও জানান উজ্জ্বল কুমার রায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×