বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ


বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেওয়া শিক্ষার্থীদের কমিটিতে স্থান না পাওয়ার অভিযোগ তোলে নতুন কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়ক এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, আজ সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরে অবস্থিত নিউজ হোম কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা ৬ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছিলেন। ওই সময় ঘোষণা দেওয়া হয়, এ দাবি না মানলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকড করা হবে। একই সঙ্গে এ প্রহসনের কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

জানা যায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা এক পত্রে ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন। পরে আগামীকাল কর্মসূচি দেওয়ার স্লোগান দিয়ে তারা চলে যায়।’

রবিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মেহেদী হাসান মুনতাসির বলেন, ‘নতুন কমিটি দ্রুত বাতিল না করলে আগামীকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরবঙ্গের মহাসড়ক অবরোধ করা হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×