চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইল গ্রেফতার


চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইল গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ বাবুল আজাদ বলেন, গত বছরের জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ কয়েকটি মামলায় সাবেক কাউন্সিলর মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×