চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার


চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের আনন্দবাজার এলাকার কাশবনের ভিতর থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত ও পায়ের রগ কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার পর ঘটনাটি ঘটেছে। মৃতদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের সদস্যরা রাত দু’টায় শনাক্ত করেন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ছাত্র শামীম মাকসুদ খান জয় (২৬) ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক শেষ করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ভর্তি ছিলেন। শামীম বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহীদুল হক খানের ছেলে। পরিবারসহ তিনি চট্টগ্রামের বড়পোল এলাকার বন্দর আবাসিক এলাকায় বসবাস করতেন।

বন্দর থানার এসআই মনিরুল করিম জানান, রোববার বিকেলে স্থানীয়রা কাশবনের ভিতরে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে ঘটনাস্থল হালিশহর থানার আওতাধীন মনে করায় লাশ সেই থানায় নেওয়া হয়, পরে নিশ্চিত হওয়ার পর লাশ রাত ২টার দিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়। তখনই পরিবারের সদস্যরা হাসপাতালে এসে শামীমের লাশ শনাক্ত করেন।

মৃত্যুর কারণ সম্পর্কে এসআই মনিরুল করিম বলেন, “দুই হাত ও পায়ের রগ কাটা অবস্থায় শামীমকে পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকা শামীম তাকে বলেছিলেন, তিনি নিজেই রগ কেটেছেন। তবে এ বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। আমরা আত্মহত্যা ও হত্যার; উভয় দিক বিবেচনায় তদন্ত চালাচ্ছি।”

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হয়েছিলেন। যাওয়ার আগে মোবাইলে একটি কল পেয়ে মাকে জানান, তিনি ফোন করা ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি আরও জানান, চাকরির ইন্টারভিউতেও যাচ্ছেন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×