ট্রাকচালকদের কাছ থেকে ‘চাঁদা তোলার’ অভিযোগে যুবদল নেতা সহ আটক ২
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪১ পিএম, ২০ অক্টোবর ২০২৫

শরীয়তপুরে ট্রাক চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) মাদারীপুর-শরীয়তপুর সড়কের মনোহর বাজার মোড়ে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন স্থানীয় যুবদল নেতা আবদুর রশিদ হাওলাদার এবং নারায়ণ পোদ্দার।
পালং মডেল থানা সূত্রে জানা যায়, শরীয়তপুর-মাদারীপুর সড়কের মনোহর বাজার মোড় হয়ে চট্টগ্রাম ও জেলার বিভিন্ন এলাকার যানবাহন চলাচল করে। সম্প্রতি ওই এলাকায় কিছু ব্যক্তিরা ট্রাক চালকদের থেকে ‘শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ চালক শ্রমিক ইউনিয়ন’-এর নামে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন। চালকরা জানান, যারা টাকা দিতে অস্বীকার করতেন, তাদের মারধর করা হতো।
বহু ট্রাক চালকের অভিযোগ অনুযায়ী, ওই দিন মনোহর বাজার মোড়ে ৮ থেকে ১০ জন ব্যক্তি বিভিন্ন গন্তব্যের পণ্যবাহী ট্রাক থেকে এই চাঁদা তুলছিলেন। ঘটনার শিকার কিছু ট্রাকচালক বিষয়টি মনোহর বাজারের গরুরহাটের ইজারাদার এবং শরীয়তপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যাকে জানান।
ঘটনাটি জানালে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং চালকদের সহযোগিতায় আবদুর রশিদ হাওলাদার ও নারায়ণ পোদ্দারকে আটক করে পালং মডেল থানা নিয়ে যায়। আবদুর রশিদ একই ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শরীয়তপুর-মাদারীপুর সড়কে ট্রাক চালক জাকির মাতবর অভিযোগ করেন, "আমার মতো শত শত ট্রাকচালকের কাছ থেকে শ্রমিক কার্ডের নাম করে চক্রটি চাঁদা আদায় করা হচ্ছিল।"
এ বিষয়ে আতিক মোল্যা বলেন, "কয়েকজনের একটি চক্র শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপভ্যানের চালক শ্রমিক ইউনিয়নের নাম করে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল, এমন তথ্য আমি কয়েক দিন ধরে পাচ্ছিলাম। আজ ট্রাকচালকদের শ্রমিক কার্ড চেক করার নামে জোরপূর্বক ৫০০ টাকা আদায়ের অভিযোগ করেছে ১০ থেকে ১২ জন চালক। তারা ব্যানার টাঙিয়ে ট্রাক থামিয়ে টাকা তুলছিল। আমি থানাকে জানালে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।"
আটককৃত আবদুর রশিদ দাবি করেন, "চাঁদা নেওয়া হচ্ছিল না। যারা শ্রমিক, তাদের কার্ড থাকতে হবে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী আমরা দেখছিলাম কার্ড আছে কি না। যাদের কার্ড নেই, তাদের জরিমানা করা হচ্ছিল।"
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, "সড়কে দাঁড়িয়ে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছিল, এমন অভিযোগে দুই ব্যক্তিকে জনতা আটক করে। তাদের থানায় নেয়া হয়েছে। ঘটনা তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"