নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা


নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্বলালপুর রেললাইন এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামুন হোসাইন ওই এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।
 
ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, রাত ২টায় ইটবালু, সিমেন্ট লোড-আনলোড শেষে বাসায় চলে যাই। ভোর পৌনে ৫টায় মামুনকে বাসা থেকে মোবাইলে প্রতিষ্ঠানের সামনে ডেকে এনে গুলি করে দুই যুবক পালিয়ে যান। পরে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুনকে গুলি করে পালিয়ে যায় ঘাতক চক্র। গুলির শব্দ শুনে তিনি বাসা থেকে বের হয়ে দেখতে পান ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পড়ে আছে মামুনের নিথর দেহ। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শরিফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারেরর জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।’

এসআই কামাল মিয়া জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×