সাবেক সাংসদ ডাক্তার আজিজ গ্রেফতার


সাবেক সাংসদ ডাক্তার আজিজ গ্রেফতার
আব্দুল আজিজ

জুলাই ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা উত্তর সিটির কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইংসের সহকারী পরিচালক সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. আল আমিন জানান, সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের সাবেক সাংসদ আব্দুল আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় রয়েছে। ওই মামলায় ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×