নাটোরে মসজিদে ঢোকার সময় ব্যবসায়ীকে গুলি


নাটোরে মসজিদে ঢোকার সময় ব্যবসায়ীকে গুলি

নাটোর জেলায় সিংড়া উপজেলায় নামাজ পড়তে মসজিদে ঢোকার সময় ওসমান গনি বাবু নামে চাল ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। 

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ওসমান গনি বাবু একই গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে ও স্থানীয়ভাবে ধান-চাল ব্যবসায়ী। আহত অবস্থায় বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক। 

আহত বাবুর পরিবারের সদস্যরাদের বরাত দিয়ে আসমাউল হক জানান, ‘প্রতিদিনের মতো আজ ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই পেছন থেকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় একটি গুলি তার কোমরের নিচে গিয়ে লাগে। পরে মসজিদের অন্য মুসুল্লিদের চিৎকারে বাবুর আত্মীয়-স্বজনরা এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত ওসমান গনি বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, ওসমান গনিকে কে বা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×