টেকনাফে অবৈধ ইটভাটাগুলোকে ১২ লাখ টাকা জরিমানা


টেকনাফে অবৈধ ইটভাটাগুলোকে ১২ লাখ টাকা জরিমানা
কক্সবাজারের টেকনাফে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ছয়টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধ ইটভাটাগুলোর প্রতিটিকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

জরিমানা আদায় ও সিলগালা করে দেওয়া ইটভাটাগুলো হলো - টেকনাফের হোয়াইকং দৈংগাকাটার মেসার্স এ আর বি ব্রিকস, একই এলাকার মেসার্স এম কে বি ব্রিকস, হোয়াইক্যং-এর মেসার্স এ এইচ বি ব্রিকস, মেসার্স এস এম বি ব্রিকস, মেসার্স কে এন বি ব্রিকস এবং হোয়াইকং লাতুরিখোলা-এর মেসার্স এম আর বি ব্রিকস।

মঙ্গলবার টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন-এর উপস্থিতিতে এবং কক্সবাজার জেল পুলিশ, টেকনাফ থানা পুলিশ, র‌্যাব-১৫ ও ফায়ার সার্ভিস-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।

সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে টেকনাফ উপজেলার ছয়টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রতিটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে নগদ আদায় করা হয় এবং ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×