সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা


November 16/FB_IMG_1738034871100_20250128_101308709.jpg

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে এগারোটায় সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার পিয়ন বিষয়টি বুঝতে পেরে ডাক-চিৎকার শুরু করেন। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যান। এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে সুড়ঙ্গ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পুরো এলাকা ঘিরে রাখে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দেয়নি।

এদিকে ব্যাংকে থাকা টাকা বা অন্য কোনো কিছু লুট হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, ব্যাংকের কিছু খোয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে কর্তৃপক্ষ মামলা করবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×