বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ-এর দুই সন্ত্রাসী আটক


বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ-এর দুই সন্ত্রাসী আটক

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ-এর দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় কেএনএফ-এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল। কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে অপারেশন দলটি। 

এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় অপারেশন দলটি ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামক ২ জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করে। 

আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×