হেলমেট পরা দুইজন মোটরসাইকেলে এসেই ফাটাল বোমা


হেলমেট পরা দুইজন মোটরসাইকেলে এসেই ফাটাল বোমা

যশোরের বেনাপোলে হেলমেট পরা দুইজন মোটরসাইকেলে এসে বোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বেনাপোল বন্দরের লিংক রোডে ও রোববার (২৬ জানুয়ারি) চেকপোস্টের আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে দুইজন মোটরসাইকেল এসে বন্দরের লিংক রোডে কাস্টমসের স্ক্যানিং মেশিনের পাশে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের মাথায় ছিল হেলমেট। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে তা জানা যায়নি। তবে এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। বোমা বিস্ফোরণকারীদের আটকের চেষ্টা চলছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×