ভিডিওতে দেখা গেল ছাত্রলীগ নেতাদের শীতবস্ত্র বিতরণ


Jan 2025/Winter clothes.jpg

গোপালগঞ্জ জেলায় কোটালীপাড়া উপজেলায় শীত বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে উপজেলার কয়েকটি বাড়িতে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে। 

শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয় বলে ওই ভিডিওতে দাবী করা হয়েছে। জেলা ছাত্রলীগ নেতা নিউটন মোল্লা তার ফেসবুকে বিষয়টি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ছাত্রলীগের এক নেতা দাবী করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় শেখ হাসিনা ও শামীম দাড়িয়ার জন্য দোয়া চাওয়া হয়।

তবে শামীম দাড়িয়ার উদ্যোগে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তাকে কোটালীপাড়া উপজেলায় দেখা যাচ্ছে না। শামীম দাড়িয়াসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরা ৫ আগস্টের পর কিছু দিন এলাকায় থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর ধরপাকড় শুরু হলে তারা আত্মগোপনে চলে যান।

শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর এ উপজেলায় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা ব্যাপক আন্দোলন শুরু করেন। তখন তারা কাফনের কাপড় মাথায় বেঁধে ঘোষণা করেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোনো নেতা-কর্মী ঘরে ফিরবেন না। কিন্তু, এর কিছু দিন পরে দলীয় নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান।

গত ১৭ বছর বছর ধরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা সদর ঘিরে দলীয় নেতা-কর্মীদের পদচারণয় মুখরিত থাকলেও এখন সেখানে সুনসান নীরবতা। কার্যালয়ে ঝুলছে তালা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×