যশোরে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু


November 16/66-1737775958.webp

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এই ঘটনা ঘটে। 

নিহত সাকিব জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছার মোবারকপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ফাহিম বিশ্বাস (২৬) নামে এক যুবক। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাকিব ও ফাহিম প্রাইভেটকারে যশোর থেকে ঝিকরগাছায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলার কৃর্তিপুর মোড়ে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি খাদে পড়ে ঘটনাস্থলে নিহত হন সাকিব এবং গুরুতর আহত হন ফাহিম। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ‘পুরো গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। যেভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ধারণা করছি অতিরিক্ত গতিতে ছিল গাড়িটি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×