করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শীতবস্ত্র বিতরণ


করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল জেলার করটিয়ায় করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২৪-২৭ মেয়াদে ৩ বছরের জন্য কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন এবং ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোরহানুল উলুম হায়দার আলী মফিজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ছাইফুল্লাহ কাতেয়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম, ব্যবসায়ী জিন্নাহ মিয়া, এক্সিম ব্যাংক টাঙ্গাইল শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, করটিয়া সা'দত বাজার কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ আলী। 

করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. কবির হোসেন, সহসভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয় ।

প্রসঙ্গত, ২০২৪ সালে এলাকার মানবহিতৈষী তরুণ মো. কবির হোসেন, মো. আলী হোসেন, মো. রনি খান, নাসিরউদ্দিন, মোহাম্মদ মাহমুদুল হাসানের প্রচেষ্টায় এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর সাহায্য সহযোগিতা নিয়ে কল্যাণমূলক কার্যক্রম চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×