বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু, খবর পেয়ে যুবকের আত্মহত্যা


বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু, খবর পেয়ে যুবকের আত্মহত্যা

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায এক যুবক ও গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবক গুরুদাসপুরের খুবজীপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে রাকিব হোসেন ও গৃহবধূ একই উপজেলার পিপলা নতুন পাড়া মহল্লার আব্দুল আজিজের মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী আতিয়া খাতুন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়া খাতুন ও নিজ বাড়ী থেকে রাকিব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, নিহত দুইজনের মধ্যে প্রেমের সস্পর্ক ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ও স্থানীয়রা জানায়, ‘মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে গুরুদাসপুরের খুবজীপুর পিপলা গ্রামে আতিয়া খাতুন বিষপান করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে খুবজীপুর গ্রামের রাকিব হোসেন তার নিজ বাড়িতে আত্মহত্যা করে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নিহত আতিয়া খাতুন ও রাকিব হোসেনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম ঘটিত বিষয় নিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্তেরপর সঠিক কারণ জানা যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×