বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ


বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিজিবি অধিনায়ক জানান, ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে আমজানখোর ইউনিয়নের হরিণমারী হাট এলাকা সহ বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে দেখা গেছে। তিনি তার নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না। প্রাথমিকভাবে তাকে মানসিকভারসাম্যহীন বলে স্থানীয়দের মনে হয়েছে।
 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×