চট্টগ্রামে নজীর ভান্ডার ওরশ সোমবার


চট্টগ্রামে নজীর ভান্ডার ওরশ সোমবার

আলা হযরত গাউছুল মোকাররম, শাহে দো আলম, হাজত রাওয়া, মুশকিল কোশা মাওলানা হাফেজ ছৈয়দ নজীর আহমদ শাহের (ক.) ৬৫তম বার্ষিক ওরশ শরীফ আগামী সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদের ছোটপোলস্থ আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় আগ্রাবাদ মৌলভীপাড়াস্থ মরহুম আলী মোহাম্মদ মাইজভান্ডারীর বাড়ি থেকে জুলুছ সহকারে মাজার শরীফের প্রাঙ্গণে রওয়ানা। সকাল ১০টায় গোসল শরীফ, গিলাপ ছড়ানো, বাদে জুমা খতমে কোরআন, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা জিকির আজকার ও ছেমা মাহফিল। 

আখেরী মুনাজাত পরিচালনা করবেন শাহ্জাদা মাওলানা ছৈয়দ আখতার কামাল শাহ্ আল মাইজভান্ডারী (মা. জি. আ.)।

ওরশ শরীফে সকলকে উপস্থিত থাকার জন্য আঞ্জুমানে আশেকানে গাউছুল মোকাররম নজীর ভান্ডারীর (ক.) পক্ষে নায়েবে সাজ্জাদানশীন শাহ্জাদা ছৈয়দ মিনহাজুল আবেদীন (রিফাত শাহ্) মাইজভান্ডারী (মা. জি. আ,) আহ্বান জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×