গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত


November 16/9621c2206010a144d2520a5e6826e989-6780cc0349ab5.jpg

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক শিক্ষার্থী। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- মটরসাইকেল চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪)ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড অ্যাকাডেমির নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে একই মটরসাইকেলে তিন বন্ধু খালিয়া হতে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় দুর্গাপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ শেখ ও বাঁধন ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন আহতের পরিচয় পাওয়া যায়নি। 


গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার মারুফ শেখ ও বাঁধন ফকির নামের দুজনকে হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×