জাল টাকা দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক


জাল টাকা দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক

সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ওই যুবক জাল টাকা দিয়ে পান ও সিগারেট নিয়ে এক হাজার টাকার নোট দেয়। পরে দোকানদার বুঝতে পারে যে এক হাজার টাকার নোটটি জাল। তখন অন্য নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেয়। সেটাও জাল ছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ যুবককে থানায় নিয়ে যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার চেষ্টার সময় ওই যুবককে স্থানীয়রা আটক করে। তার কাছ থেকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×