ঘরের দরজা ভেঙে ডাকাতি, মালিকের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার লুট


ঘরের দরজা ভেঙে ডাকাতি, মালিকের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার লুট

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির মালিকের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের করণঘোষ গ্রামের মৎস্যজীবী সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সংবাদ মাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ডাকাতদল ওই বাড়ির মালিকের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করবে বলে জানিয়েছে।’

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে বিল্ডিং বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ১০-১২ জন ডাকাত। তারা ঘরে ঢুকার পর প্রথমেই সাইফুল ইসলামকে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা ইস্টিলের আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে চার ভরি ওজনের সোনার জিনিস ও নগদ চার লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×