‘পরকীয়ার বলি’ ছয় মাসের শিশু, প্রেমিকসহ মা গ্রেফতার


Jan 2025/Alienation.jpg

ঢাকা উত্তর সিটির দিয়াবাড়ি থেকে ছয় মাসের এক শিশুর লাশ উদ্ধারের প্রায় এক মাস পর পুলিশ বলছে, ‘মায়ের পরকীয়া প্রেমের বলি হয়েছে সে’। হত্যাকাণ্ডের তদন্তে নেমে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ঢাকার পল্লবী থেকে শিশুটির মা মোসা. ফাতেমা বেগম ও তার প্রেমিক মো. জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।

ফাতেমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘একই পোশাক কারখানায় কাজ করতে গিয়ে তার সঙ্গে জাফরের সর্ম্পক গড়ে উঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের কারণে তিনি বাসার বাইরে থাকতেন। সেই সুযোগে বাসায় আসা-যাওয়া করতেন জাফর।’

ঘটনার বর্ণনায় এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘গত ৫ ডিসেম্বর রাত আটটার দিকে জাফর ফাতেমার বাসায় যান। শিশুটি কান্নাকাটি করলে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়। পরে বালিশ চাপা দেওয়ার পাশাপাশি গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।’

তিনি বলেন, ‘এরপর বিছানার চাদর দিয়ে মরদেহ মুড়িয়ে শপিং ব্যাগে করে মেট্রোরেলের একটি পিলারের কাছে ফেলে আসে জাফর।’

মেট্রোরেলের ১২৪ নম্বর পিলার সংলগ্ন লেকপাড় থেকে ঘটনার পর দিন ৬ ডিসেম্বর বিকালে লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতদের আসামি করে মামলা হয় পল্লবী থানায়।

জাহাঙ্গীর কবির বলেন, ‘গ্রেফতার ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের হেফাজতে নেওয়া হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×