মাহফিলের প্রধান অতিথি আওয়ামী লীগের নেতা, এরপর যা ঘটল


মাহফিলের প্রধান অতিথি আওয়ামী লীগের নেতা, এরপর যা ঘটল

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় মাহফিলে আওয়ামী লীগের এক নেতাকে প্রধান অতিথি করায় উত্তেজনা দেখা দিয়েছে। এ মাহফিল বন্ধ করতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কাথরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য আবু তালেব। আগামী ৩ ও ৪ জানুয়ারি ইউনিয়নের চুনতি বাজারে এ মাহফিল হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, মাহফিলে কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরীকে প্রধান অতিথি ও ইউপির সচিব মো. হারুনুর রশিদ চৌধুরীকে অতিথি করা হয়েছে। তিনি সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও চেয়ারম্যান রশিদ আহমদের সমর্থক ছিলেন। এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। 

লিখিত অভিযোগে জানা গেছে, আগামী শুক্র ও শনিবার বাঁশখালী আহমদীয়া গাউছিয়া সুন্নি সংস্থার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের নেতা ইউসুফ চৌধুরী ও ইউপির সচিব হারুনুর রশিদকে অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ দুজনকে নিয়ে মাহফিল করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে একপক্ষ। 

আবু তালেব বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের অতিথি করে স্বৈরাচারের দোসররা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা কোন অবস্থাতেই এ মাহফিল করতে দেব না। তবে তাদের বাদ দিয়ে মাহফিল করতে চাইলে বাধা দেব না আমরা।’

এ নিয়ে বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাহফিলের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×