মাদারীপুরে বাবা-ছেলেসহ ৩ হত্যার ঘটনায় ৬৫ জনের বিরুদ্ধে মামলা


November 16/564584-1735538588.jpg

আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিনজন হত্যার ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় হত্যা মামলা করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এছাড়াও ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৬০ জনকে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহতের পরিবারের দাবি- দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিন জনেক হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ জনকে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন। তিনি বলেন, তিন খুনের ঘটনায় নিহতের বাবা মতিউর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামিরা গা-ঢাকা দিতে পারে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে এই মামলায় আসামি করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।’  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×