কিষাণী নেত্রী রুনা লায়লা সোনালীর মুক্তির দাবিতে ২০ সংগঠনের বিবৃতি


কিষাণী নেত্রী রুনা লায়লা সোনালীর মুক্তির দাবিতে ২০ সংগঠনের বিবৃতি
রুনা লায়লার সোনালী

বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও বরিশাল জেলার শাখার রুনা লায়লার সোনালীকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছে ২০ সংগঠন।

রোববার (২৯ ডিসেম্বর) এ বিৃবতি দেয়া হয়।

বিবৃতিতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী সামসুন্নাহার খান ডলি ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি অমুলি কিসকু ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নের সভানেত্রী হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম, গণছায়ায় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোতাহার হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি কুদরাতি-ই-খোদা তোতন ও সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ ভূমিহীন সমিতির সভাপতি মাহাবুব হোসেন বাদল ও সহ-সভাপতি সামছুল আলম, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, ন্যাশনাল লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার শিউলি, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান নয়ন, মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভানেত্রী সালেহা ইসলাম শান্তনা ও সাধারণ সম্পাদক আল-আমিন, শ্রমজীবী আন্দোলনের সভাপতি শ্রমিক নেতা হারুন অর রশিদ, বাংলাদেশ চাষী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বিশ্বাস, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম পথিক ও সাধারণ সম্পাদক ডলি আক্তার, ভূমিহীন গণপরিষদের আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ, সারা বাংলার কৃষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী আনোয়ার, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, বাঁচতে শিখ নারীর সভাপতি ফিরোজা বেগম সংবাদপত্রে যুক্ত বিবৃতিতে শনিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে রুনা লায়লাকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ‘রুনা লায়লাকে স্থানীয় এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার পথ বেছে নিয়েছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি কখনোই কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঁধা সৃষ্টি করেনি। বরং ছাত্র আন্দোলনের পক্ষে কেন্দ্রের যে অবস্থান তার সাথে মিলিয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহায়তা ও সমর্থন করেছেন।’

অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ রুনা লায়লা সোনালীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃস্বার্থ মুক্তির জোর দাবী জানান বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×