রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি কারাগারে


রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি কারাগারে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

অভিযুক্ত তিন আসামি হলেন- প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন এবং তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী।

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর রাতে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই সহপাঠী বন্ধু মোটরসাইকেলে চড়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকায় ঘুরতে যান। রাত সাড়ে তিনটার দিকে ফেরার পথে পুলিশের চেক পোস্টের সামনে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মুনতাসির মাসুদ। গুরুতর আহত হন তার দুই বন্ধু। এসময় পুলিশ মদ্যপ অবস্থায় প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় নিহত মুহতাসিম মাসুদের বাবা বাদী হয়ে অভিযুক্ত  তিনজনকে আসামি করে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×