মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই হাফেজ নিহত


মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই হাফেজ নিহত

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের ইমাম হাফেজ হাবিবুর রহমান ও টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান শিরাজী মুয়াজ্জিন।

পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে করে হাফেজ হাবিবুর ও হাফেজ হাসান এতিমখানায় যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর ও হাসান নিহত হন।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×