মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ


মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন খালি খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১ টার দিকে উপজেলার জয়ন্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) অমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রশিদ চৌধুরী উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ওই এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে। 

বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী জানান, রাতে আমরা পরিবারের চার সদস্য সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ১টার দিকে বিকট গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিতে বাড়ির জানালার থাই গ্লাস, ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাকা হয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

(ওসি) অমিনুল হক বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। বাড়ি থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের আটকে পুলিশ কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×