টঙ্গীতে সংঘর্ষে জড়াল তাবলীগ জামাতের দুই গ্রুপ, আহত চার


টঙ্গীতে সংঘর্ষে জড়াল তাবলীগ জামাতের দুই গ্রুপ, আহত চার

গাজীপুর জেলার টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাদপন্থীদের চারজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের বাহিরে স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিজামুদ্দিন মার্কাজ (সাদপন্থী) অনুসারীরা জানায়, আগমী ২০ ডিসেম্বর জোড় ইজতেমার বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে তারা এখানে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন। 

তারা আরও জানায়, সুরায়ে নেজাম (যুবায়ের পন্থী) টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। আমরা জোড় ইজতেমা করার জন্য ময়দানে ঢুকতে চাইলে আমাদেরকে তারা বাঁধা দেয় ও হামলা চালায়।

এ দিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে যুবায়ের অনুসারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×