কালকিনিতে কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার


কালকিনিতে কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকার পাতাবালি থেকে ২০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে এ হাত বোমা উদ্ধার করা হয়।

কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে প্রায়ই মারামারিসহ বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তাই এই এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশি অভিযান করে আসছে কালকিনি থানা পুলিশ। পুলিশের এই নিয়মিত অভিযান চালিনোর সময় পৌরসভার ২নং ওয়ার্ড পাতাবালি এলাকায় সামসুল হক বেপারীর পারিবারিক কবরস্থান থেকে দুইটি বালতিতে ভরা ২০টি হাতবোমা উদ্ধার করে তারা।

বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×