ট্রাকচাপায় প্রাণ গেল  চাচা-ভাতিজার


ট্রাকচাপায় প্রাণ গেল  চাচা-ভাতিজার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুকড়া এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার টুপিয়া চানপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২৪) ও আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ (২২)।

স্থানীয়রা জানান, আব্দুল কাদির ও কাউছার টুপিয়া চানপুর থেকে হবিগঞ্জ জেলা সদরে আসছিলেন। পুকরা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত কাউছারকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×