উখিয়ায় অপহৃত চার জেলের খোঁজ মেলেনি, পরিবারে চলছে আহাজারি


উখিয়ায় অপহৃত চার জেলের খোঁজ মেলেনি, পরিবারে চলছে আহাজারি

কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহরণের শিকার পাঁচ জেলের মধ্যে চারজনের খোঁজ মেলেনি তিনদিনেও। নিখোঁজ জেলেদের সবার বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নে।

নিখোঁজ থাকা চারজন হলেন, পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবিল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

শনিবার (১৬ নভেম্বর) সকালে অপহৃত পাঁচ জেলের মধ্যে এক জেলের মরদেহ উদ্ধার হয়। ফলে চার জেলের পরিবারে বেড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। কান্না আহাজারিতে ভারি হয়ে উঠেছে আকাশ। অবিলম্বে চার জেলেকে জীবিত ফেরত আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গত ১৪ নভেম্বর ৫ জন নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এর মধ্যে শনিবার একজনের মরদেহ পাওয়া গেছে। বাকিদের ফেরত আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন জানিয়েছেন, নিখোঁজ জেলেদের ফেরত আনতে বেশ কয়েকবার উর্ধ্বতন মহলে যোগাযোগ হয়েছে। আশা করছি দ্রুত ফেরত আসবেন তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, পাঁচ জেলে নিখোঁজের তিনদিনেও পরিবারের পক্ষ থেকে কেউ লিখিতভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সব ধরনের সহযোগিতা করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×