শাহপরীর দ্বীপ থেকে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


শাহপরীর দ্বীপ থেকে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ২০ জেলেকে তারা ধরে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক ওই জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 
 
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙ্গি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিচয় পাওয়া যায়নি। জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা- এমন সংবাদ পেয়েছি। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
 
এর আগে সর্বশেষ গত ৯ অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তার মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন।  পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×