ঘাস কাটতে গিয়ে রামগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু


ঘাস কাটতে গিয়ে রামগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বজ্রপাতে নুরুল আফছার (৪০) প্রকাশ আফছার ড্রাইভার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার রামগড় পৌরসভার ফেনীরকুল কাঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত নুরুল আফছার রামগড় পৌরসভার ফেনীরকুল (কাঠালবাড়ী) গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। আফছার দুই ছেলে ও এক মেয়ের জনক। 

মৃতের বড়ভাই বেলাল হোসেন জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তার ভাই বাড়ির পাশের ধান্য জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে বজ্রপাতের ঘটনায় সে অজ্ঞান হয়ে পড়লে  দূরে থাকা এক প্রতিবেশি আত্মীয় খবর দিলে ভাইকে উদ্ধার করে হাসপাতলে  নিয়ে গেলে  ডাক্তার মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×