দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত


দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

হবিগঞ্জ: দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার কনস্টেবল রবিউল হকের (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।  

পুলিশ জানায়, ভোরে রবিউল ডিউটিতে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকায় হাইওয়ে থানার সামনে পুলিশের গাড়ি থেকে নেমে মহাসড়কের ফুটপাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান রবিউল।  এসময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

ঘটনার পরই ট্রাকসহ চালক ও আরও দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও  মো. মনিরুল ইসলাম (২৬)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×