
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার এখনো রেশ কাটেনি। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখনো উত্তপ্ত ঢাকার রাজপথ। এই সময়ই রাজধানীর বসুন্ধরা এলাকায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা গণমাধ্যমে এসেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুসাব্বিরকে গুলি করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। ঘটনার সময় রাত ৮টা ২০ মিনিট, বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হামলায় আরও একজন আহত হয়েছেন। তিনি হলেন আবু সুফিয়ান, যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা মোট পাঁচটি গুলি চালায়, যার একটি তার পেটে লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানিয়েছেন, দুজনকে গুলি করা হয়েছে এবং আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। পুলিশের বিবরণ অনুযায়ী, বসুন্ধরা মার্কেটের পেছনের তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতালে নেয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে মুসাব্বিরকে মৃত ঘোষণা করা হয়।