
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে সিরাজদিখানের নিমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারেক, বয়স ৪৫ বছর। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সুপারভাইজার তারেক ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"