
গভীর রাতের মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ঝরে গেল তিনটি প্রাণ। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার বাড়িয়ারহাটের ধুনঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা অভিমুখে চলাচলরত সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ধুনঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতরা হলেন - মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। তাদের মধ্যে নাফিজ আহমেদ অয়ন নৌবাহিনীর সদস্য ছিলেন।
স্থানীয় যাত্রীদের ধারণা, গভীর রাতে মহাসড়কে কুয়াশা থাকায় চালকের চোখে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি স্পষ্টভাবে ধরা পড়েনি। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঢাকা ওয়াচকে বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করি। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”