
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ইরানে চলমান আন্দোলন দিন দিন আরও তীব্র রূপ নিচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তেহরানের বিক্ষোভের একটি ভিডিও যাচাই করে তারা এর সত্যতা নিশ্চিত করেছে। ওই ভিডিওতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়, যারা রাস্তাজুড়ে জমায়েত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
ভিডিওতে চলাচলরত গাড়ির হর্নের শব্দও শোনা যায়, যেখানে যানবাহনগুলো বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
ইরানি মুদ্রা রিয়ালের অস্বাভাবিক দরপতনের পর গত ২৮ ডিসেম্বর প্রথম এই বিক্ষোভের সূত্রপাত হয়। শুরুতে এটি সীমিত পরিসরে থাকলেও ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
প্রতিবাদের সূচনা করেন ব্যবসায়ীরা, যারা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। বর্তমানে এই বিক্ষোভ অন্তত ৫০টি শহরে বিস্তৃত হয়েছে। কিছু এলাকায় পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে, যার ফলে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ইরানে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি