
ঢাকার বুকে গ্যাস সরবরাহে নতুন সংকট দেখা দিয়েছে। বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের সময় পাইপের ভিতরে পানি প্রবেশের কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে গ্যাস সরবরাহ বিঘ্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জরুরি বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
তিতাস জানিয়েছে, কিছুদিন আগে মালবাহী ট্রলারের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে লাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপের ভেতরে পানি ঢুকে পড়ে। রাজধানীতে গ্যাস সরবরাহ কম থাকায় এই ঘটনায় ঢাকার বিভিন্ন এলাকায় স্বল্পচাপের সমস্যা তৈরি হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের কাজ এখনও চলমান রয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
প্রসঙ্গত, আগের লিকেজের ঘটনায় রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস থেকে বুড়িগঙ্গা নদীর ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ পিএসআইজি চাপের লাইনের লিকেজস্থলে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন করা হয়। তবে মেরামতের সময় পানি ঢুকে পড়ায় নতুন সংকট সৃষ্টি হয়েছে।