
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে যদি প্রাণঘাতী দমন-পীড়ন চালানো হয়, তবে তার জবাবে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কনজারভেটিভ রেডিও উপস্থাপক হাগ হেউইটকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তাদের (ইরান সরকার) জানিয়ে দিয়েছি যদি তারা মানুষকে হত্যা করা শুরু করে, যেটি তারা দাঙ্গার সময় করে থাকে, যদি (এবার) তারা এমনটি করে। তাহলে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানব।”
তিনি আরও জানান, ওয়াশিংটন অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তারা জানে এবং তাদের খুব শক্তভাবে বলা হয়েছে, এখন আমি আরও শক্তভাবে বলছি। যদি তারা বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে।”
ইরানের সাধারণ মানুষের উদ্দেশে বার্তা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আপনাদের স্বাধীনতার ব্যাপারে অনুভূতি খুবই দৃঢ় হওয়া প্রয়োজন।”
সূত্র: বিবিসি