
রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মাসুদ রানা, ডাকনাম সাগর।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর মডেল থানা এলাকায় লাভ রোডে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে ধাওয়া করে ধরেছে। বৃহস্পতিবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল টিম জানতে পারে, মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুদ রানা ৯০ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়ে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। এসময় মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ঘটনার পর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাসুদ রানা পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে মিরপুর এলাকায় বিক্রি করতো।