
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, আর ভোটগ্রহণ শেষ হতেই শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।
আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকাল সাড়ে ৩টায়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়।
এ নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থীর। ৩৯টি ভোটকেন্দ্রে স্থাপিত ১৭৮টি বুথে তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দেন। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জকসুর বিভিন্ন পদের জন্য মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিযোগিতায় ছিলেন। এছাড়া ৭টি সদস্য পদের জন্যও প্রার্থীরা নির্বাচনে অংশ নেন।
অন্যদিকে ছাত্রী হল সংসদের ১৩টি পদের বিপরীতে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ৩ জন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে ছিলেন। এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৮ জন প্রার্থী।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।