জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় চরম নাটকীয়তা দেখা দিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সংগীত বিভাগের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে থাকলেও গণিত ও ইসলামিক স্টাডিজ বিভাগের ফলাফলে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। সর্বশেষ ২৩টি কেন্দ্রের ফলাফল শেষে রাকিবকে পেছনে ফেলে ভিপি পদে লিড নিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। একইসাথে জিএস ও এজিএস পদেও ব্যবধান বাড়িয়েছে শিবির।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২১, ২২ ও ২৩তম কেন্দ্রের ফলাফল ঘোষণার পর এই চিত্র উঠে আসে।
২৩টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম মোট ২ হাজার ৮১৯ ভোট পেয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২ হাজার ৬৯১ ভোট। ফলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর রিয়াজুল এখন ১২৮ ভোটে এগিয়ে রয়েছেন।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ২ হাজার ৯৮২ ভোট পেয়ে তার একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। তার বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট। এখানে ব্যবধান ১ হাজার ৭৩৪ ভোটের।
এজিএস পদে শিবিরের প্রার্থী মাসুদ রানা ২ হাজার ৬৫৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ২ হাজার ৩৬০ ভোট পেয়েছেন। তাদের মধ্যে ভোটের ব্যবধান এখন ২৯৬।
সর্বশেষ ঘোষিত ২১তম কেন্দ্র গণিত বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০৩ ভোট পেয়ে রাকিবের (১১১ ভোট) চেয়ে বড় ব্যবধানে এগিয়ে যান।
২২তম কেন্দ্র ইসলামিক স্টাডিজ বিভাগেও রিয়াজুলের আধিপত্য দেখা যায়; এখানে তিনি ২০৩ ভোট পান, যেখানে রাকিব পান মাত্র ৭৭ ভোট। মূলত এই দুই কেন্দ্রের ফলাফলই ভিপি পদের হিসাব উল্টে দেয়। ২৩তম কেন্দ্র শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে (আইইআর) অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে ভিপি পদে রাকিব ৯৯ ভোট এবং রিয়াজুল ৯৭ ভোট পান।
উল্লেখ্য, হল সংসদসহ বাকি আরও ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ভিপি পদের এই নাটকীয় পরিবর্তনের পর নির্বাচনের ফলাফল নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তুঙ্গে।