
চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মীসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকায় সেনাবাহিনী তাদের আটক করে লালবাগ থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
তিনি বলেন, সেনাবাহিনী চার জনকে আটক করে থানায় হস্তান্তর করে। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।
আটককৃতদের একজন হলেন-ঢাকা কলেজ ছাত্রদল কর্মী ও সাইকোলোজি বিভাগের মাসুদ রানা। অন্যদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ইডেন কলেজের সামনের এলাকায় ব্যাবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসেন তারা। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে একবার তাদের ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়ে। এরপর সোমবার অভিযোগকারী ব্যবসায়ীদের মারধর করে এবং চাঁদা চায়। এ সময় ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ করে। তাদের গণধোলাই দেওয়ার আশংকার সৃষ্টি হলে সেনাবাহিনী গিয়ে সেখান থেকে তাদের আটক করে।