নিষিদ্ধের এক বছরেরও কম সময়ের মধ্যে জবি ছাত্রলীগের দুই শতাধিক সদস্যের কমিটি ঘোষণা


নিষিদ্ধের এক বছরেরও কম সময়ের মধ্যে জবি ছাত্রলীগের দুই শতাধিক সদস্যের কমিটি ঘোষণা

নিষিদ্ধ হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এই কমিটি প্রকাশ করেছে।

২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ ছাত্রলীগ নেতারা দেশ ত্যাগ করেন। ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে সরকার। সংগঠনের শীর্ষ নেতারা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং অন্যরা আত্মগোপনে। অনেকে প্রকাশ্যে আসলেই হামলা বা গ্রেপ্তারের মুখে পড়ছেন।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যদিও কমিটি প্রকাশ্যে আনেনি সংগঠনটি।

২০২২ সালের ১ জানুয়ারি আংশিক কমিটি হিসেবে ৩৫ সদস্য নিয়ে শুরু হয়েছিল এই শাখা। এবার সেটি বাড়িয়ে ২০১ সদস্য করা হয়েছে।

নবনিযুক্ত নেতারা সামাজিক মাধ্যমে পদপ্রাপ্তির স্ট্যাটাস দিচ্ছেন। সহসভাপতি হয়েছেন হাসিব চৌধুরী বাধন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরুল কায়েস শিশির এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন হাওলাদার ও আফিয়া সুপ্তি। আফিয়া বলেন, “কমিটি যেটাই হোক, জগন্নাথ একটা ইতিহাস গড়েছে, এটা সত্যি... যোগ্য হয়েও দীর্ঘ সময় পদ ও পরিচয়বিহীন কেটেছে আমাদের জীবন।”

জানা গেছে, ৫ আগস্টের পর পুরান ঢাকার তিন থানায় তাদের বিরুদ্ধে ১০টির বেশি মামলা হয়েছে এবং তিন শতাধিক নেতাকর্মী আসামি। ক্যাম্পাসে গেলে মারধরের শিকার হওয়ার অভিযোগও রয়েছে।

শাখা ছাত্রলীগের এক নেতা জানান, “৫ আগস্টের পর আমরা আর ক্যাম্পাসে যেতে পারছি না। গেলেই মারধর করে পুলিশে দেওয়া হচ্ছে। তারপরও ২০১ সদস্যের কমিটিতে অনেকেরই ছাত্রত্ব আছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, যথাযথ প্রমাণ পেলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×