ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন মেরিটাইম ইউনিভার্সিটির সাকিব


ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন মেরিটাইম ইউনিভার্সিটির সাকিব

ছোটবেলা থেকেই স্কাউটিং ও সমুদ্রের প্রতি গভীর আগ্রহ থেকে ইমতিয়াজ আহমদ সাকিবের মধ্যে গড়ে ওঠে সমুদ্রপ্রেম। সেই ভালোবাসা থেকেই তিনি ভর্তি হন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সমুদ্রবিজ্ঞান ও জললেখবিজ্ঞান বিভাগে। আর আজ, সেই সমুদ্রপ্রেমী তরুণের স্বপ্ন ছুঁতে চলেছে ইউরোপের একাধিক নামকরা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি তিনি অর্জন করেছেন ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক স্কলারশিপ 'ইরাসমাস মুন্ডাস'।

বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের ইউরোপের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ দিতে ইউরোপীয় কমিশন প্রতিবছর এ স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে প্রায় ৩০০টির মতো বিশ্ববিদ্যালয়ে ২৮৫টি প্রোগ্রামে প্রতিবছর প্রায় ২০,০০০ শিক্ষার্থী এবং ১,৫০০ জন পিএইচডি গবেষক উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান।

মর্যাদাপূর্ণ এই স্কলারশিপ যেমন অসাধারণ সুযোগ এনে দেয়, তেমনি এর প্রতিযোগিতাও তীব্র। তাই প্রয়োজন হয় সঠিক প্রস্তুতি এবং নির্ভরযোগ্য গাইডলাইন।

সব প্রতিবন্ধকতা জয় করে নিজের স্বপ্ন পূরণ করতে পেরে সাকিব বলেন, "ছোটবেলা থেকেই সমুদ্রকে অনুভব করতাম, আর সেখান থেকেই মেরিটাইম ইউনিভার্সিটিতে সমুদ্রবিজ্ঞানে পড়ার সিদ্ধান্ত নিই। ব্যাচেলরের ৪ বছরে এই ভালোবাসা আরও গভীর হয় এবং তখন থেকেই আমার মন বৈজ্ঞানিক গবেষণার দিকে ঝুঁকে পড়ে।"

তিনি আরও বলেন, "রিসার্চের প্রতি সবসময়ই আগ্রহ ছিল, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে তখন রিসার্চ কার্যক্রম শুরু হয়েছে। ড. ফেরদৌসি ম্যাডামের কাছে আগ্রহ প্রকাশ করলে তিনি আমাকে তার রিসার্চ প্রজেক্টে কাজ করার সুযোগ দেন। তখন থেকেই রিসার্চের প্রতি আগ্রহ আরও বাড়ে। বিশ্ববিদ্যালয় শেষ করেও আমি ম্যাডামের সঙ্গে রিসার্চে যুক্ত ছিলাম। তিনিই আমাকে পিএইচডি এবং বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে অনুপ্রেরণা দেন।"

তিনি আরও বলেন, "এই স্কলারশিপ অন্যান্য অনেক স্কলারশিপের থেকে আলাদা। এজন্য প্রয়োজন হয় বিশেষ ধরনের প্রস্তুতি ও গাইডলাইন। যেহেতু প্রোগ্রামগুলো নির্দিষ্ট বিষয়ের নামে নয়, তাই প্রত্যেক প্রোগ্রামের আলাদা রিকোয়ারমেন্ট থাকে। নিজের দক্ষতাগুলো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুলে ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন প্রোগ্রামে যেতে চাই, কী শিখতে চাই, এই বিষয়গুলো মাথায় রেখে প্রত্যেক প্রোগ্রামে আলাদাভাবে আবেদন করা উচিত।"

তিনি আরও যুক্ত করেন, "প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ বিষয়ে ওয়ার্কশপ হয়। যদি আমাদের ইউনিভার্সিটিতেও এমন আয়োজন করা যায়, তাহলে সবাই আরও ভালোভাবে বিভিন্ন বিষয় জানতে পারবে এবং দিকনির্দেশনা পাবে।"

প্রতিযোগিতামূলক এই স্কলারশিপের আওতায় সাকিব ইউরোপের বিভিন্ন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে চারটি সেমিস্টার পড়াশোনার সুযোগ পেয়েছেন। তিনি অধ্যয়ন করবেন রে জুয়ান কার্লোস ইউনিভার্সিটি (মাদ্রিদ, স্পেন), ব্যাঙ্গর ইউনিভার্সিটি (যুক্তরাজ্য), এবং লিসবন ইউনিভার্সিটি (পর্তুগাল)-এ। এছাড়াও, স্কলারশিপের অংশ হিসেবে তিনি মেক্সিকোতে একটি সামার ইন্টার্নশিপেও অংশগ্রহণ করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×