জাকসু নির্বাচন ঘিরে জাবি ক্যাম্পাসে কড়া নিরাপত্তা


জাকসু নির্বাচন ঘিরে জাবি ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

৩৩ বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গেরুয়া এলাকার পেছনের ফটকে ‘বহিরাগত প্রবেশ নিষেধ’ লেখা একটি ব্যানার ঝোলানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা জেলা পুলিশ সুপার (পিপিএম) আনিসুজ্জামান বলেন, “এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। তবে অন্যান্য ফটকের তুলনায় গেরুয়া ফটক দিয়ে বাইরের লোকজন ঢোকার চেষ্টা করবে। এ কারণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশি রাখা হয়েছে।”

নির্বাচন নিরাপদ রাখতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি গতকাল রাজধানীতে সাংবাদিকদের জানান, “জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, সব বাহিনীই মাঠে থাকবে। পাশাপাশি সেনাবাহিনীও সতর্ক অবস্থায় থাকবে। প্রয়োজনে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে দায়িত্ব পালন করবে।”

নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ ফিরবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নেতৃত্ব নির্ধারণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গঠনের দাবি জোরালো হয়েছিল।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন এবং হল সংসদের ৪৪৫ জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গঠনতন্ত্র সংস্কার করে পদ সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ২৫টি করা হয়েছে, যার মধ্যে ছাত্রীদের জন্য ৬টি পদ সংরক্ষিত রাখা হয়েছে, নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। ভোটের ফলাফল তাৎক্ষণিকভাবে সিনেট হলে বড় পর্দায় দেখানো হবে এবং প্রতি ঘণ্টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলাফলের আপডেট জানানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ফলাফল ও প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×