ইয়ুথ ফর ক্লাইমেট সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নওশিন
- মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪৬ এম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও ইতালির পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইয়ুথ ফর ক্লাইমেট (Y4C) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশিন আলম ও তার দল।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. এস. এম. মুস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে করা এই প্রকল্পে আরও যুক্ত ছিলেন শেখ ফাহিম ফয়সাল সৌরভ, কুশিক আহমেদ এবং শামিন রওনক সরদার।
মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক সম্মেলনে তিনি সামুদ্রিক ও উপকূলীয় সংরক্ষণ বিষয়ক তার উদ্ভাবনী গবেষণা উপস্থাপন করেন। যা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
এ বিষয়ে নওশিন আলম জানান,এই সম্মেলনে অংশগ্রহণ আমার জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া শুধু গর্বের নয়, এটি ছিল এক বিশাল দায়িত্ব ।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেয়া তরুণ নেতৃত্ব ও উদ্ভাবকদের সঙ্গে একত্র হয়ে একটি টেকসই ও জলবায়ু-সহনশীল পৃথিবী গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করার অভিজ্ঞতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে- যোগ করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশের গল্প,চ্যালেঞ্জ এবং সুন্দরবনের মতো নাজুক বাস্তুতন্ত্র রক্ষায় আমাদের প্রচেষ্টা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা দেশের তরুণ কর্মীদের সঙ্গে মতবিনিময়, আলোচনা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে আমি উপলব্ধি করেছি যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা ও উদ্ভাবন কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, Youth4Climate (Y4C) হলো জাতিসংঘের একটি বৈশ্বিক উদ্যোগ, যা তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে সাহায্য করে।
ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হওয়া এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে থেকে ৬,০০০টিরও বেশি আবেদন পড়ে। যার মধ্যে নির্বাচিত ৫০টি প্রকল্পের মধ্যে বাংলাদেশের এ গবেষক দল এই সম্মেলনে আমন্ত্রণ পান।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    